Latest News

অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম

 অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম

অনুপ্রেরণা-01


বৈশাখী ঘোষ উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের রাজপুর গ্রামের মেয়ে আমি বাবা রাজমিস্ত্রির কাজ করতেন ভাই-বোন স্থানীয় টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০০০ সালে মাধ্যমিক আর ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাশ করি এরপর টাকি গভর্ণমেন্ট কলেজ থেকে ২০১৫ সালে বাংলায় অনার্স নিয়ে ডিগ্রি কোর্স এর ২০১৭ সালে ওই বিষয়ে মাস্টার ডিগ্রি করি ছোটো থেকে লেখাপড়ায় খুব মেধাবী ছিলাম না, কিন্তু পড়াশুনা করতে ভালোবাসতাম সবসময় চাইতাম লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে জীবনে কিছু করতে, যা আমাকে অন্য পরিচয় দেবে 'উচ্চমাধ্যমিকের পর থেকে টিউশন করতাম ২০১৯ সালের শুরুতে আমার বিয়ে হয় উত্তর ২৪ পরগনার বারাসাতের মীরহাটি গ্রামে স্বামী ফিজিওথেরাপিষ্ট স্বামী শ্বশুর-শাশুড়ির সাহায্যে সরকারি চাকরির লক্ষ্য নিয়ে আবার লেখাপড়া শুরু করি প্রতিবেশীদের মধ্যে অনেকেই তা নিয়ে বিরূপ মন্তব্য করেন বাড়ির বউ চাকরি করার কী দরকার, বরং মন দিয়ে সংসার করুক এই ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা যেমন শুনতে হয়, তেমন অনেকে আবার উৎসাহ দেন তবে আমি কোনোদিন কারোর নেতিবাচক কথায় কান দিইনি এক কান দিয়ে শুনতাম, অন্য কান দিয়ে বের করে দিতাম আমি মনে করি, মেয়েদের জীবনে শুধুমাত্র বিয়ে সংসারে আটকে থাকলে চলবে না, তার বাইরেও আরেকটা জগৎ আছে আর সেই "জগতের জন্যই প্রতিটি মেয়ের তৈরি হওয়া দরকার

উত্তর লেখার কৌশল রপ্ত করি ইংরিজি জেনারেল নলেজে যথেষ্ট দুর্বল ছিলাম সেজন্য স্যারদের যেমন সহযোগিতা পেয়েছি তেমনই ভরসা দিয়েছে 'কর্মসংস্থান' পত্রিকা বাড়িতে যখনই সময় পেতাম, তখনই প্রতিটি বিষয়ের জন্য অনুশীলন করতাম, তবে নির্দিষ্ট কোনো সময় ছিল না রাজ্য সরকারের ক্লার্কশিপ পরীক্ষায় প্রিলিমিনারিতে কোয়ালিফাই করলেওমেন' সফল হতে পারিনি মূলত ডেসক্রিপ্টিভ লেখার ক্ষেত্রে দুর্বল ছিলাম, এটাই আমার ব্যর্থতার কারণ বলে মনে হয় তবে আমি ভেঙে পড়িনি হাল ছাড়িনি এরমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল আর সাব-ইন্সপেক্টর লেডি সাব-ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি দেখে দরখাস্ত করি কনস্টেবল আর সাব-ইন্সপেক্টরএই ২টি পরীক্ষার জন্য একযোগে প্রস্তুতি নিই প্রথম থেকেই লক্ষ্য নিয়েছিলাম যাতে ২টি পরীক্ষাতেই কোয়ালিফাই করতে পারি তাই সব বিষয়ের বই খুঁটিয়ে পড়িযেমন অঙ্কের জন্য আর. এস. আগরওয়াল, সাম্প্রতিক ঘটনার জন্য 'কর্মসংস্থান' 'সাফল্য' পত্রিকা, ইংরিজির জন্য পি.কে. দে সরকার আর পি.সি. দাস এইসবের পাশাপাশি নীতিশ সিংঘানিয়ার ডব্লু.বি.সি.এস ম্যানুয়াল বইটাকে সবসময় হাতের কাছে রাখি এইসঙ্গে কোচিংয়ের মহড়া পরীক্ষায় বসে আত্মবিশ্বাস বাড়াই লিখিত পরীক্ষার প্রস্তুতির সঙ্গে-সঙ্গে রোজ সকালে বাড়ির কাছে এক মাঠে দৌড়ের অনুশীলন করি আসলে আমি ভালো দৌড়তে পারতাম না দৌড়নোতে খুব ভয় ছিল দৌড়তে গিয়েই পরীক্ষার আগে প্রায় মাস পায়ের ব্যথায় ভুগেছি কিন্তু তবুও মনে ভাঙেনি যদিও এইসময় অনেকে আমার মনোবল ভাঙার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার প্রথম পর্যায়ের ঘন্টার পরীক্ষায় ১০০টি প্রশ্নের মধ্যে ৬৫টি প্রশ্নের উত্তর দিই

 

 ২য় পর্যায়ে ছিল শারীরিক মাপজোখ সক্ষমতার পরীক্ষা শারীরিক সক্ষমতার জন্য লম্বায় চাওয়া হয় ১৬০ সেমি. আর ওজন ছিল ৪৯ কেজি এই পরীক্ষায় সাড়ে মিনিটে ৪০০ মিটার দৌড় ছিল, যা আমি মিনিট ৫৬ সেকেন্ডে শেষ করি শারীরিক সক্ষমতার সফল হওয়ার পর নেওয়া হয় 'মেন' পরীক্ষা ঘন্টায় ৮৫টি প্রশ্নের মধ্যে ৫৫টি প্রশ্নের উত্তর লিখি লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর নেওয়া হয় ইন্টারভিউ ইন্টারভিউয়ে প্রস্তুতির জন্য পুরনো বিষয়ের জন্য আবার চোখ বোলাই, পাশাপাশি কোচিংয়ের মহড়া পরীক্ষায় অংশ নিই ইন্টারভিউ বোর্ডে ছিলেন মোট জন সদস্য জীবনের প্রথম ইন্টারভিউ তবে কোনো উদ্বেগ ছিল না ইন্টারভিউয়ের শুরুতে আমাকে বেশ কিছু মামুলি প্রশ্ন করা হয় যেমন নাম, কোথা থেকে আসছি এরপর ভূগোল থেকে বেশ কিছু প্রশ্ন করা হয় এছাড়াও জানতে চাওয়া হয় আমার এলাকার সাংসদ বিধায়কের নাম চূড়ান্ত ফল বেরোয় ২০২৩ সালের ১৯ এপ্রিল

এছাড়াও আমি রাজ্য পুলিশের লেডি সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষায় সফল হই এই পরীক্ষায় প্রথম পর্যায়ের ১০০টি প্রশ্নের মধ্যে ৭৪টি প্রশ্নের উত্তর দিই দ্বিতীয় পর্যায়ের শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হওয়ার পর 'মেন' পরীক্ষায় বসি এখানে ছিল ৩টি পেপার প্রথম ২০১৭ সালে পি.এস.সি' ক্লার্কশিপ, পেপারে ১০০ নম্বরের ছিল জেনারেল নলেজ, অঙ্ক জেনারেল আই.সি.ডি.এস'এর সুপারভাইজর, ইন্টেলিজেন্স দ্বিতীয় পেপারে ছিল ৫০ নম্বরের ইংরিজি কম্পোজিশন ডব্লু.বি.সি.এস, রেল, এন.টি.পি.সি ইত্যাদি আর তৃতীয় পেপারে ছিল ৫০ নম্বরের বাংলা কম্পোজিশন লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় যথারীতি পরীক্ষায় সফল হওয়ার পর ডাকা হয় ইন্টারভিউয়ে আগে কনস্টেবল আবেদন করি কিন্তু নিজের কিছু ভুলের জন্য পদে পরীক্ষা দিয়েছিলাম, তাই এই ইন্টারভিউ নিয়ে তেমন ভয় ছিল আই.সি.ডি.এস' দরখাস্ত পূরণের টাকা না তা সত্ত্বেও প্রস্তুতির জন্য নিয়মিত দৈনিক সংবাদপত্র পড়ে সাম্প্রতিক নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে পারিনি ঘটনা সম্পর্কে সচেতন থাকি অংশ নিই মহড়া পরীক্ষায় এই পদের নানান চাকরির দরখাস্ত করার পর বুঝতে ইন্টারভিউ হয় ১৫ জুন বারাকপুরে বোর্ডে ছিলেন জন সদস্য প্রথমে পারি, একা একা সঠিকভাবে প্রস্তুতি নেওয়া আমার নাম জানতে চাওয়া হয় এরপর আমি বিবাহিত দেখে নানা প্রশ্ন সম্ভব নয় আর তাই বারাসাতে নূরুল করা হয় কেন এই পদে চাকরি করতে চাই চাকরি করে কীভাবে 'ইসলামের ফাস্ট ট্রাক কম্পিটিটিভ পরিবারকে সময় দেব ইত্যাদি চুড়ান্ত ফল বেরোয় ২০ জুলাই অন্তঃ অ্যাকাডেমিতে ভরতি হই সেখানে নুরুনা অবস্থাতেই কনস্টেবল সাব-ইন্সপেক্টর ২টি পদের পরীক্ষার বসি স্যার আরো অনেক শিক্ষকের তত্ত্বাবধানে - বাচ্চা হওয়ার পর এখনো মাস না কাটায় চাকরিতে এখনো যোগ দিইনি শেষে একটা কথাই বলব, চাকরি পেতে চাইলে কখনোই নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না অন্যদের নেতিবাচক কথা কানে তুলবেন না সবসময় ভাবতে হবে আমি পারব তবেই সফল হওয়া যাবে সেইসঙ্গে চাই সঠিক বিশেষজ্ঞের অধীনে প্রস্তুতি নানাভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি অঙ্ক জেনারেল ইন্টেলিজেন্সে নিজের দক্ষতা থাকলেও অন্যান্য বিষয়ের জন্য কোচিংয়ের শিক্ষকদের কাছ থেকে শর্টকাট


Read More

উপার্জনের দিশা দেখাবে মিলেট :

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20melet.html

কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত SIASTM- কৃষিবিজ্ঞান কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20.html

WBCS- সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/WBCS-%20%20.html

উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20%20.html

অল্প পুঁজিতে মাশরুম চাষ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20.html

ইলেক্ট্রো প্লেটিংয়ের ব্যবসা

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20.html

অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম

https://chatak92.blogspot.com/2024/02/blog-post.html

 

সৌর বিদ্যুৎকুকারবায়োগ্যাস  বাতাস কলে বিদ্যুৎ তৈরি

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_22.html

স্বনির্ভরতার সন্ধান

গুঁড়ো মশলার ব্যবসা লাভের পথ দেখাচ্ছে

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_18.html

সবজি চাষ করে ব্যবসার সুযোগ

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_46.html

স্বনির্ভরতার সন্ধান

উপার্জনের দিশা দেখাচ্ছে মেশিনে তৈরি মাটির ভাঁড়প্রদীপ

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_22.html

পদ্ম পুরস্কার – 2024

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/2024_22.html

সয়াবিন বড়ির ব্যবসা

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_30.html

 

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_89.html






1. Global Gender Gap Report 20234 ভারতের স্থান কত?

(A) 139th (B) 127th (C) 100th (D) 119th

2. IFSC কোডে কতগুলি বর্ণ বা সংখ্যা থাকে?

(A) 9 (B) 10 (C) 11 (D) 15

3. 1942 সালে 'ভারত ছাড়ো আন্দোলন' কে বা কারা সমর্থন জানায়নি

(A) মুসলিম লিগ (B) ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন (C) হিন্দু মহাসভা (D) A C উভয়েই

4. 'The Artist of Disappearance' বইটি কার লেখা?

(A) সুকেতু মেহতা (B) মিরা জেকোর (C) অনিতা দেশাই (D) অমিতাভ কুমার

5. নিচের কোন সংস্থা 'BHIM' অ্যাপ চালু করেছে?

(A) RBI (B) NPCI (C) SEBI (D) NASSCOM

6. সম্প্রতি লুইস ইনাসিও লুলা দা সিলভা কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ?

(A) ব্রাজিল (B) ফ্রান্স (C) ইতালি (D) আর্জেন্তিনা

7. পার্লামেন্টে 'এস্টিমেট কমিটিতে রাজ্যসভা থেকে কতজন সদস্য থাকে ?

(a) 22 জন (b) 7 জন (c)-15 জন (d) একজনও নয়

. ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স' কোথায় অবস্থিত?

(A) মুম্বই (B) মহীশূর (C) চেন্নাই (D) পানাজি

9. ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে 'বেইলি সাসপেনশন সেতু চালু হয়েছে?

(A) জম্মু কাশ্মীর (B) অরুণাচল প্রদেশ (C) অসম (D) কর্ণাটক

10. কেন্দ্রীয় সড়ক পরিবহণ মহাসড়ক মন্ত্রকের মাধ্যমে কোন মাসে 'জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ' পালন করা হয়

(A) নভেম্বর (B) ডিসেম্বর (C) জানুয়ারি (D) ফেব্রুয়ারি

11. একজন আইনজীবীর হাই কোর্টে কত বছর কাজের অভিজ্ঞতা থাকলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার সুযোগ পান?

(a) 7 বছর (b) 10 বছর (c) 15 বছর (d) 12 বছর 12. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে 'বন্ধু গ্রহর' নামে সামরিক অনুশীলন করল?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) ফ্রান্স (C) দক্ষিণ কোরিয়া (D) নেপাল

13. Benson & Hedges Cup কোন খেলার সঙ্গে যুক্ত?

(A) হকি (B) ক্রিকেট (C) ফুটবল (D) বাস্কেট বল

14. আগুনা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?

(A) গোয়া (B) কেরল (C) তামিলনাড়ু (D) ওড়িশা

15. 'কেন্দুলী মেলা' সঙ্গে কোন নদীর নাম যুক্ত?

 (A) কোপাই (B) অজয় (C) রূপনারায়ণ (D) দামোদর

15. ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি রকেট কোনটি? - দুই

(A) আকাশ (B) বিক্রম-এস

(C) বিক্রান্ত এস (D) সূর্য

17. বিশ্বের প্রথম তালপাতা পাণ্ডুলিপি মিউজিয়াম কোথায় অবস্থিত?

(A) কর্ণাটক (B) কেরল (C) তামিলনাড়ু (D) ওড়িশা

18. ভারতের 'The Council of States কতজন নির্বাচিত সদস্য থাকেন?

(a) 250 (b) 245 (c) 238 (d) 530

19. 'বাইচুং ভুটিয়া স্টেডিয়াম' কোথায় অবস্থিত?

(A) গুয়াহাটি (B) তেজপুর (C) ইম্ফল (D) নামচি

20. পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) অধ্যক্ষ (d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

21. নিচের কোন ব্যক্তি 1997 সালে 'ভারত রত্ন' পুরস্কার পেয়েছেন ?

(A) সত্যজিৎ রায় (B) খান আব্দুল গফফর খান (C) .পি.জে আব্দুল কালাম (D) ওস্তাদ বিসমিল্লা খান

22. ভারতের প্রথম কোন রাজ্য লোকায়ুক্তা বিল পাস করল?

(A) মহারাষ্ট্র (B) কেরল (C) ত্রিপুরা (D) গুজরাত

23. 2023 সালে 'ইউ.এস ওপন' মহিলাদের সিঙ্গলস' জয়ী হয়েছেন কে?

(A) অ্যাশলে বার্টি (B) এম্মা রাডুকানু (C) এলেনা রিবাবিনা (D) কোকো গাফ

24. ইন্টার-অপারেবল ক্রিমিনাল জাস্ট্রিস সিস্টেম রিপোর্ট অনুযায়ী, ইন্টার-অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বাস্তবায়নে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য?

(A) মধ্য প্রদেশ (B) উত্তর প্রদেশ (C) কেরল (D) ছত্তিশগড়

 

No comments: